দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধার সুস্থতা কামনা

0
152

জাহিদ হাসান দেবহাটা (সাতক্ষীরা)প্রতিনিধিঃ দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা জামসেদ আলম এর সুস্থতা কামনা করেছেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক বৃন্দরা। দেবহাটা উপজেলা পারুলিয়া খেজুরবাড়িয়া গ্রামের মৃত্যু মেনহাজউদ্দীন আহমেদ এর ছেলে দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা জামসেদ আলম নিজ বাড়ি থেকে শ্বাসকষ্ট, বুকজ্বালা জনিত কারণে অসুস্থ হয়ে পড়ে। তৎক্ষনাৎ তাকে ৩০ শে আগষ্ট ২০২৫, শনিবার রাত ১১ টার সময় সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে ভর্তি হইয়া চিকিৎসাধীনে আছেন। সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক বলেন, রোগীর ডায়াবেটিস এর লেবেল অতিরিক্ত কমে যাওয়ার কারণে তাহার শ্বাসকষ্ট ও বুক জ্বালা সহ বিভিন্ন উপসর্গ দেখা যায়। এসমায় তাকে দেখতে যান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সাংবাদিকদের মধ্যে ছিল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান,সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, যুগ্ন সাধারন সম্পাদক ডাঃ আমিরুল ইসলাম ও সদস্য রশীদুল আলম রশীদ প্রমুখ। চিকিৎসার পরে বর্তমান তিনি আশংকা মুক্ত আছেন। রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে তাকে দ্রুত সুস্হতা কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here