সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে দুইসহযোগিসহ মাদক সম্রাজ্ঞী আনজুয়ারা আটক

0
66

মোতাহার নেওয়াজ মিনাল, সাতক্ষীরা : সাতক্ষীরার মাদক সম্রাজ্ঞী আনজুয়ারাকে দুই সহযোগি মাদক ব্যবসায়িসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে শহরের গড়েরকান্দা এলাকায় আনজুয়ারার বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, নগদ এক লাখ ৩৪ হাজার টাকা, পাঁচটি ফোন, চাপাতি, কুড়াল, ছুরি, চাকু ও লাঠি উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন সাতক্ষীরা শহরের গড়েরকান্দা এলাকার শামছুল আলমের স্ত্রী জেলার শীর্ষ মাদক সম্রাজ্ঞী আনজুয়ারা বেগম (৪৬), একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. অসিফ (১৪) ও বাটকেখালী এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে আব্দুর রহিম (৩৫)।পুুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর সদস্যরা রাতে শহরের গড়েরকান্দা এলাকায় জেলার শীর্ষ মাদক সম্রাজ্ঞী আনজুয়ারার বাড়িতে অভিযান চালায়। রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত টানা দুই ঘন্টা অভিযান চালিয়ে আনজুয়ারা, আসিফ ও আব্দুর রহিমকে আটক করা হয়। অভিযানকালে তাদের কাছ থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ এক লাখ ৩৪ হাজার ১৬০ টাকা, তিনটি অ্যান্ড্রয়েড ফোন, পাঁচটি বাটন ফোন, তিনটি চাপাতি, দুটি কুড়াল, একটি ছুরি, সাতটি চাকু ও একটি লাঠি উদ্ধার করে যৌথবাহিনীর সদস্যরা। অভিযানে নেতৃত্ব দেন সাতক্ষীরা সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিদ।নাম প্রকাশে অনিচ্ছুক বাটকেখালী এলাকার এক ব্যক্তি জানান, আনজুয়ারা দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদকের ব্যবসা করে আসছে। সে প্রকাশ্যে বিভিন্ন ধরনের মাদক বিকিকিনি করলেও স্থানীয় প্রশাসন তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় না। তার কারণে এই এলাকায় মদ, গাজা, ফেন্সিডিল, ইয়াবা ও হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সহজলভ্য হয়ে উঠেছে। ফলে এলাকার যুবসমাজ ক্রমেই মাদকাসক্ত হয়ে পড়ছে। যে কারণে এলাকায় চুরি ও ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম বেড়েই চলেছে।তিনি অভিযোগ করে বলেন, রোববার রাতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালিয়ে আনজুয়ারাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করলেও পুলিশ এতদিন তাকে গ্রেপ্তার করতে পারেনি। এলাকায় প্রচার আছে যে, আনজুয়ারা সংশ্লিষ্টদেরকে ম্যানেজ করে মাদকের ব্যবসা পরিচালনা করে। যে কারণে তার বিরুদ্ধে কেউ কিছু বললে থানায় মিথ্যে মামলা দিয়ে উল্টো তাকে গ্রেপ্তার করানো হয়। এ কারণে ভয়ে তার বিরুদ্ধে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায় না।অভিযানে নেতৃত্বদানকারী সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিদ বলেন, আটক আনজুয়ারা দীর্ঘদিন ধরে সাতক্ষীরায় মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার থানায় মামলা দায়েরের পর আসামীদেরকে আদালতের হবে। মাদক ব্যবসার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here