তালায় টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরন প্রাপ্তি দাবিতে র‍্যালি ও স্মারক লিপি প্রদান।

0
73

এস এম মোতাহিরুল হক শাহিন ভ্রাম্যমাণ, প্রতিনিধি, তালা, সাতক্ষীরা : সাতক্ষীরা তালায় কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দুরীকরন প্রকল্পের আওতায় পাখিমারা বিলে টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরন প্রাপ্তি দাবিতে র‍্যালি ও স্মারক লিপিপ্রদান অনুষ্ঠিত হয়।
২২ সেপ্টেম্বর (সোমবার) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রনালয়ের বরাবর মাননীয় জেলা প্রশাসক মাধ্যমে এই স্মারক লিপি হস্তান্তর করা হয়।
এর আগে সকাল ১০ ঘটিকায় তালা উপজেলায় পাখিমারা বিলে বাস্তবায়িত জোয়ার-ভাটা তথা টিআরএম কার্যক্রমে জমির মালিকদের পক্ষ হতে টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরন প্রাপ্তি দাবিতে র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে তালা উপজেলা নির্বাহী অফিসার দিপা রানী সরকার এর নিকট স্মারক লিপিপ্রদান করা হয়
২০১১-১২ অর্থ বছরে টি আর এম কার্যক্রমের আওতায় ২০১৫ সাল হতে ২০২১ সাল পর্যন্ত ৬ বছরে ১৫৬২ একর জমিতে জমির মালিকদের ফসলের ক্ষতিপুরন প্রদানের প্রতিশ্রুতিবদ্ধ হয়ে সরকার এই কার্যক্রম বাস্তবায়িত করে।
কিন্তু ২ (দুই) বছর ক্ষতিপুরন প্রদান করলেও বাকি ৪( চার) বছর বরাদ্দ না পাওয়া মোট ৪৮ কোটি টাকা সরকারের নিকট পাওনা থেকে যায়। যা আজও অবধি জমির মালিকগন তাদের ন্যায্য পাওনা বুঝে পায়নি।
স্মারক লিপিপ্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিল কমিটির সভাপতি মোঃ আব্দুল আলিম,সম্পাদক মোঃ রাশেদ সানা,সহ-সভাপতি গোলদার আশরাফুল হক,মোঃ ছফেদ আলি সরদার,শেখ রজব আলী, মোঃ রেজাউল করিম গাজী,পানি কমিটির সাধারন সম্পাদক মীর জিল্লুর রহমান,সাংবাদিক এস এম মোতাহিরুল হক শাহিন, সাংবাদিক জুলফিকার রায়হান। সহ আরও অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here