তালায় বিবাহের প্রলোভনে তরুণীকে ধর্ষণকারী শামীম গ্রেফতার

0
75

ভ্রাম্যমাণ, প্রতিনিধি, তালা, সাতক্ষীরা : বিবাহের প্রলোভন দেখিয়ে ২০ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের গুচ্ছগ্রামের শামীম হোসেন (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে খলিলনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ শহর আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ভুক্তভোগী তরুণী রবিবার তালা থানায় মামলা দায়ের করেন। মামলার পর রাতেই পুলিশ শামীমকে আটক করে এবং সোমবার সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।
এজাহারে উল্লেখ করা হয়েছে, বিবাহের আশ্বাসে দীর্ঘদিন ধরে তরুণীকে ধর্ষণ করে আসছিল শামীম। বর্তমানে ভুক্তভোগী চার মাসের অন্তঃসত্ত্বা। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইনউদ্দিন জানান, মামলার ভিত্তিতে আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here