ভোমরায় জমিজমা সংক্রান্ত শত্রুতায় গৃহবধুর উপর দূর্বৃত্তদের হামলা

0
340

মাস্টার শফিকুল ইসলাম, ভোমরা (সাতক্ষীরা) থেকে ঃ দীর্ঘদিনের পারস্পারিক আত্মদ্বন্দ¦, জমিজমা সংক্রান্ত শত্রুতা আর মৎস্য ঘেরে পানি নিষ্কাশনে মতবিরোধকে কেন্দ্র করে ফুঁসে উঠে নিরীহ গৃহবধু নাজমুন্নাহারের উপর প্রকাশ্য দিবালোকে অতর্কিত হামলা চালিয়ে জীবন নাশের উর্দ্দেশ্যে মারাত্ম জঘম করেছে কথিত দুর্ধর্ষ শরিফুল ও তার গ্যাং-এর দূর্বৃত্তরা। নিজ বসত বাড়ীর উঠানে দূর্বৃত্তদের হামলায় জখম হওয়া নাজমুন্নাহারের অবস্থা আশংকাজনক হওয়ায় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ইজিবাইক যোগে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে নাজমুন্নাহার সাতক্ষীরা সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। শনিবার (২৯ আগষ্ট ২০২০) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলার ০৬নং ভোমরা ইউনিয়নের ২নং ওয়ার্ড পদ্ম শাঁখরা গ্রামে এই ঘটনাটি ঘটে। দুর্বৃত্তদের হামলায় মৃত্যু পথযাত্রী নাজমুন্নাহারের পরিবারের পক্ষ থেকে আইনের আশ্রয় গ্রহনের নিমিত্তে সাতক্ষীরা সদর থানায় গেলে থানা কর্তৃপক্ষ মামলা না নিয়ে কোটে মামলা করার পরামর্শ দিলে পরিবারের পক্ষ থেকে নিহার বানু বাদিনী হয়ে ৫ জন দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রকাশ্য হামলার অভিযোগ এনে, ধারা ১৪৩/৪৪৭ /৪৪৮/৩৭৯ /৩৮০/১১৪/৪২৭/৩২৩/৩১৫/৩২৬/৩০৭ এবং ৫০৬ অনুচ্ছেদ অনুযায়ী সাতক্ষীরা বিজ্ঞ আমলী ১নং আদালতে একটি মামলা দায়ের করেন। যার সিআর মামলা নম্বর ৫৫০। মামলায় পদ্ম শাঁখরা গ্রামের ছাবিদ গাজীর বড় ছেলে শরিফুল ইসলামকে ০১ নম্বর আসামী, সহোদর আজিজুল ইসলাম ০২ নম্বর আসামী, শরিফুল ইসলামের পুত্র ওমর ফারুককে ০৩ নম্বর আসামী, মৃত দুখে আলীর পুত্র সাইদুল ইসলামকে ০৪ নম্বর আসামী এবং সাইদুল ইসলামের স্ত্রী ফাতেমা খাতুনকে ০৫ নম্বর আসামীসহ অজ্ঞাত আরো ৫/৬ জনেকে আসামী করা হয়েছে। এদিকে বিজ্ঞ আদালত দায়েরকৃত মামলাটি সরেজমিনে তদন্ত করার জন্য পিবিআই সাতক্ষীরাকে নির্দেশনা দেন। সোমবার (০১লা সেপ্টম্বর ২০২০) মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই সাব ইন্সপেক্টর রবিউল ইসলাম ঘটনাস্থল পদ্ম শাঁখরা গ্রামে যান এবং মামলার বাদীসহ সংশ্লিষ্ট এলাকাবাসী ও মামলার স্বাক্ষীদের স্বাক্ষর গ্রহন করেন। এসময় তিনি মামলার এজহারভুক্ত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের কথাও বলেন। এদিকে বাদীপক্ষের দায়ের করা মামলাটি গ্রাম্য শালিসের মাধ্যমে নিস্পত্তির লক্ষ্যে বিবাধী পক্ষ ১ নম্বর আসামী শরিফুল ইসলাম গং- শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২০) পদ্ম শাঁখরা ঘটনাস্থলে ভোমরা ইউনিয়নের ইউপি সদস্য, গন্যমান্য ব্যক্তি এবং ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগ নেতৃবৃন্দকে সালিশি বৈঠকে আমন্ত্রণ জানান। অনুষ্ঠেয় এ সালিশি বৈঠকে এক তরফাভাবে মামলা তুলে নেওয়ার জন্য বাদীপক্ষকে চাপ দেওয়া হয়। এমন অভিযোগ করেছেন বাদীপক্ষ। অসহায় বাদীপক্ষ পরিবার কোন উপায় না পেয়ে সালিশদাতাদের একচোখা রায়ের প্রতি সম্মতি জানিয়ে মাত্র ১১ হাজার টাকার চুক্তিতে মামলা নিস্পত্তিতে রাজি হয়। সালিশি বৈঠকে উপস্থিত ছিলেন, ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনারুল ইসলাম গাজী, ইউপি সদস্য সাজ্জাত হোসেন, পদ্ম শাঁখরা ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল গণিসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here