সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন সর্বজন শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়া-এর সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার ০২ ডিসেম্বর যবিপ্রবির কেন্দ্রীয় মসজিদে বাদ যোহর এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। দোয়া মাহফিল পরিচালনা করেন যবিপ্রবির কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মো. আকরামুল ইসলাম।
দোয়া মাহফিলে দেশনেত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। প্রসঙ্গত ২৩ নভেম্বর রাত ৮টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। ২৭ নভেম্বর দুপুরে নিউমোনিয়ার সংক্রমণ বাড়ার আশঙ্কায় তাকে সিসিইউতে নেওয়া হয়। প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, লিভার সিরোসিস, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, অফিস/দপ্তর প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কমচারীগণ।
Home
যশোর স্পেশাল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় যবিপ্রবিতে দোয়া মাহফিল















