শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার আদায়ের লক্ষ্যে আজ বিকাল ৩ টায় চাঁচড়া চেকপোস্টে যশোর বাসী

0
83

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার আদায়ের লক্ষ্যে আজ বিকাল ৩ টায় চাঁচড়া চেকপোস্টে যশোর বাসী একত্রিত হয়েছে।বক্তব্যে সাধারণ জনগন বলেছে জুলাইয়ে প্রশাসনের শিক্ষা হলে এবং তারা তৎপর থাকলে আজ আমাদের রাস্তায় নামতে হতোনা। তারা আরো বলেছে ইন্টেরিম সরকারকে দেশবাসী আশা নিয়ে ক্ষমতায় বসিয়েছে তারা যদি যানের ভয়ে অভ্যন্তরীন কোন শক্তি অথবা ভারতের দালালী করে তাহলে এদেশের জনগন তাদের মুখে থুথু মারবে, আমরা আর কোনো প্রতিবাদ প্রতিরোধ চায়না এবার শুধু প্রতিশোধ হবে আর কোনো মায়া কান্না আমরা চায় না, বিচার চাই এই বিচার আদায় না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। আরও তারা পরবর্তী কর্মসূচি সফল করতে আগামী রবিবার বিকাল ৩টায় মনিহার উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। ‎উক্ত কর্মসূচিতে সাধারণ জনগনের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন মাহমুদুল হক সোহান এবং কর্ম সুচিতে উপস্থিত ছিলেন শোহানুর রহমান, আমির হামজা,আরিফুল ইসলাম টিটো,মাহমুদুল্লাহ রিহাদ, আমিনুল হক তামিম,উম্মে সাদিয়া,রিয়াজ, আশা,নাদিম, আসিফ সোহান,আহনাফ এবং অহন,প্রিয়, আলী সোহেব প্রমুখ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here