নড়াইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

0
359
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ জহিরুল ইসলাম ওরফে রেজোয়ানকে (২৬) কুপিয়ে হত্যা করেছে একদল দূর্বৃত্ত। আমাদের জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়, জানান শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে দিঘলিয়া বাজারের চৌরাস্তায় এলাকায় এ ঘটনা ঘটে । নিহত রেজোয়ান উপজেলার কুমড়ি গ্রামের মৃত সাইফুল শেখের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকার আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে উপজেলার কুমড়ি গ্রামের সাইফুল শেখের ছেলে দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ জহিরুল ইসলাম রেজোয়ানের সাথে একই গ্রামের বদিয়ার খানের ছেলে সোহেল খানের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রেজোয়ান দিঘলিয়া বাজারের চৌরাস্তা এলাকায় মুকুলের চায়ের দোকান থেকে বের হয়ে ঝড়– ফকিরের বাড়ীর সামনে পৌছালে প্রতিপক্ষ সোহেল খানসহ ৭ থেকে ৮ জনের একদল দূর্বৃত্ত মোটরসাইকেলে এসে ধারালো অস্ত্র দিয়ে হাত ও পা-সহ শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়িভাবে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। এলাকাবাসী তাকে মূমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে তৎক্ষনাত নড়াইল সদর হাসপাতালে প্রেরন করেন। সদর হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে নিহত রেজোয়ানের ভাই রানা শেখ জানান, সোহেল খানসহ ৭/৮ জন দূর্বৃত্ত আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে । লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দিঘলিয়া গ্রামের ঝড়– ফকিরের ছেলে শিমুল ফকিরকে আটক করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here