ধর্ষকদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে লোহাগড়ায় প্রতিবাদী মানববন্ধন

0
296

লক্ষীপাশা(নড়াইল)প্রতিনিধি : ধর্ষকদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে নড়াইলের লোহাগড়ায় মঙ্গলবার(৬ অক্টোবর) প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশ ব্যাপি সদ্য সংঘটিত হওয়া ধর্ষণের ঘটনায় ধর্ষকদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মঙ্গলবার বেলা ১১টায় লোহাগড়া উপজেলা পরিষদের গেটের সামনে নড়াইল-লক্ষীপাশা সড়কে পরিবেশবাদী সংগঠন বহ্নি শিখা ও গ্রীন ভয়েস নড়াইল জেলা শাখার আয়োজনে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও সমাজসেবক লিয়াকত হোসেন বিশ^াস, সরদার আব্দুল হাই, সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জী, মোঃ সাইফুল ইসলাম তুহিন, শিমুল হাসান, সেলিম জাহাঙ্গীর, মোঃ শরিফুজ্জামান, আব্দুল্লা আল মামুন সোহাগ, যুবলীগ নেতা ছদর উদ্দিন শামীম, মিজানুর রহমান মিন্টু, মোঃ ইমরান হোসেন, নারী নেত্রী রাজিয়া সুলতানা বিউটি, নাসরিন খানম, আফসানা মিম, রুনা লাইলা, কেয়া প্রমুখ। বক্তারা প্রধানমন্ত্রীর কাছে মানববন্ধনের মাধ্যমে ঘটনার এক মাসের মধ্যে বিশেষ আইনে ধর্ষকদের বিচারের মাধ্যমে ফাঁসি কার্যকরের দাবি তোলেন। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here