দুধ বিক্রেতা, পোল্ট্রি দোকান কর্মচারী, চাকুরিজীবি ও বিবাহিতদের পদায়নের প্রতিবাদে/ চৌগাছা উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি অনুমোদনের ২৪ ঘন্টার মধ্যে সংখ্যাগরিষ্ঠদের পদত্যাগ

0
334

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছা উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি অনুমোদনের ২৪ ঘন্টা পার না হতেই কমিটি থেকে সংখ্যাগরিষ্ঠ নেতারা পদত্যাগ করেছেন। উপজেলা কমিটির ২১ সদস্যের আহবায়ক কমিটি থেকে ৪ যুগ্ম-আহবায়কসহ ১১ নেতা এবং পৌর কমিটির ১২ সদস্যের আহবায়ক কমিটি থেকে আহবায়ক ও ৪ যুগ্ম-আহবায়কসহ ৭ নেতা এই পদত্যাগপত্র দিয়েছেন।
তবে যশোর জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর বলেন আমরা এখনো পদত্যাগপত্র হাতে পায়নি। একজন এসেছিলেন। বলছেন সবার স্বাক্ষর করে নিয়ে এসেছি। পদত্যাগ করবো। তারা ১৯ জনের পদত্যাগের কথা বললেও আমরা ফেসবুকে দেখছি ১৫ জনের পদত্যাগপত্র। এভাবে ফেসবুকে তো আর পদত্যাগ করা যায় না, আমি বলেছি পদত্যাগ করতে চাইলে পদ্যাগপত্র নিজে এসে জমা দিতে হবে। এরপর তারা এগুলো ফেসবুকে ছেড়ে দিয়েছে। তাছাড়া পৌর ছাত্রদলের আহবায়ক মাজিদুল, তিনি এখনও ঢাকায় অবস্থান করছেন। তিনি বলেন আমরা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দকে নিয়ে চৌগাছা কর্মী সমাবেশ করেছি। আমরা যতটুকু জানি কোন চাকুরীজীবি কমিটিতে আসেনি। তিনি আরো বলেন দেখুন, আমরা নিরপেক্ষ কমিটি করেছি বলেই তারা বেশি পদ পেয়েছে। জানা গেছে চৌগাছা উপজেলা, পৌর ও সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন দেয়া হয় ৫ অক্টোবর সোমবার। ওইদিন রাতে কমিটি প্রকাশ পেলে ক্ষোভে ফেটে পড়ে কমিটির একাংশের নেতৃবৃন্দ। তারা ফেসবুকে এ নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে। এরপরদিন ৬ আক্টোবর দুপুরে কমিটিতে দুধ বিক্রেতা, পোল্ট্রি দোকানের কর্মচারী, অছাত্র, বেসরকারি এনজিও-ব্যাংকে চাকুরিজীবি ও বিবাহিতদের পদ দেয়ার অভিযোগ এনে এই অনিয়মের প্রতিবাদে অনুমোদনকৃত উপজেলা ছাত্রদলের ২১ সদস্যের আহবায়ক কমিটি থেকে ৪ যুগ্ম-আহবায়কসহ ১১ নেতা এবং পৌর কমিটির আহবায়ক, ৪ যুগ্ম আহবায়কসহ ৭ নেতা কমিটি থেকে পদত্যাগ করে একজন প্রতিনিধির মাধ্যমে জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুল ইসলাম সাগরের নিকট পাঠায়। তবে তিনি সেসব পদত্যাগপত্র গ্রহণ করেন নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here