বাগআঁচড়ায় পুলিশের হাতে পিকআপ ভর্তি ফেনসিডিলসহ চালক আটক

0
286

শহিদুল ইসলাম,বাগআঁচড়া প্রতিনিধি : যশোরের শার্শা বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেন্সিডিল ও একটি পিক আপ সহ শেখ সোহাগ হোসেন (৯৬) নামে একজন কে আটক করেছে।বৃহস্পতিবার ভোরে বসতপুর পাঁকা রাস্তার উপর থেকে গাড়ি সহ তাকে আটক করা হয়। সোগাহ যশোর জেলার কোতয়ালী থানার ভায়না এলাকার শেখ মনির হোসেনের ছেলে। বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি পিক আপ বিপুল পরিমাণ ফেন্সিডিল নিয়ে বাগআঁচড়া-গোগা বসতপুর পাঁকা রাস্তা হয়ে যশোরের দিকে যাচ্ছে। এমন সংবাদে তার নেতৃত্বে ফাঁড়ি থেকে একটি টিম নিয়ে সেখানে অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেন্সিডিল ও গাড়ি সহ তাকে আটক করা হয়।তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। তিনি আরো জানান মাদক ব্যবসায়ীদের সাথে কোন আপস নেই।মাদক ব্যবসায়ীরা যত বড়ই শক্তিশালী হোক না কেনো তাদের আটক করে আইনে ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here