আশাশুনিতে পুলিশের অভিযানে ২৫ কেজি হরিণের মাংসসহ দুই ব্যবসায়ী আটক

0
294

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ কেজি হরিণের মাংসসহ দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার বিকালে আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির এর নেতৃত্বে এসআই হাসানুজ্জামাান (হাসান), এএসআই দেবাশীষ সহ সঙ্গীয় অফিসার ফোর্স এর সহায়তায় ২৫ কেজি হরিণের মাংসসহ দেবহাটা উপজেলার পারুলিয়া আদর্শ গ্রামের মোঃ আমির আলী গাজীর ছেলে খাইরুল ইসলাম ও আশাশুনি উপজেলার বসুখালী গ্রামের মৃত সোহের আলী গাজীর ছেলে ইউসুফ আলী গাজীকে ৫টি প্লাস্টিকের প্যাকেট ২৫ কেজি হরিণের মাংসসহ গোপন সংবাদের ভিত্তিতে সোভনালী ইউনিয়নের কৈখালী গ্রামের তিন রাস্তার মোড়ে পানির ট্যাংকের পাস থেকে হাতেনাতে আটক করেন। এ ব্যাপারে আশাশুনি থানায় ১১(১০)২০২০ মামলা দায়ের তরা হয়। শনিবার দুপুরে আসামীদেরকে বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here