তালায় মদপান করার অপরাধে এক জনকে এক বছরের সাজা

0
273

কাজী লিয়াকত হোসেন,স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় তালায় মদপান করার অপরাধে অসিম সাধু(৩৮) নামের ব্যাক্তিকে এক বছরের সাজা প্রদান করে ভ্রাম্যমান আদালত। বুধবার (১৪ অক্টোবর) বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন এ রায় প্রদান করেন। বখাটে অসিম সাধু উপজেলার তৈলকূপি গ্রামের মৃত:মনোঞ্জরন সাধু ছেলে। জানাযায়,অসিম সাধু বুধবার দুপুরে মদপান করে পাটকেলঘাটা বাজারের মাতলামি করেছিল। এ সময় পুলিশ খবর পেয়ে তাকে আটক করে । পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন তাকে এক বছরের সাজা প্রদান করেন। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাজী ওয়াহিদ মুর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here