স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে পলায়ন, থানায় জিডি

0
302
কয়রা প্রতিনিধি : নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে বিউটি আক্তার নামের দুই সন্তানের জননী এক গৃহবধূ স্বামীগৃহ থেকে পালিয়েছে। এ ব্যাপারে ভুক্তভোগী স্বামী মতিউর রহমান কয়রা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। কয়রা থানার জিডি নম্বর 538, তারিখ 14/9/2020।
 ঘটনাটি ঘটেছে গতকাল 24 অক্টোবর সন্ধ্যায় উপজেলার শ্রীফলতলা গ্রামে। ভুক্তভোগী মতিউর রহমান জানান গত 14 বছর আগে খুলনার সোনাডাঙ্গা থানার মৃত আমির হোসেন গাজীর কন্যা বিউটি আক্তার এর সাথে তার বিয়ে হয় দাম্পত্য জীবনে তাদের দুটি কন্যা সন্তান আছে বিবাহের পর থেকে স্ত্রীর সাথে তার প্রায়ই ঝগড়া লেগে থাকত এবং তার স্ত্রী মাঝে মাঝে একাকী অন্যত্র চলে যেত, পরে বুঝিয়ে-সুজিয়ে স্বামী মতিয়ার পুনরায় বাড়ি ফেরা তো। গত 14 অক্টোবর সন্ধ্যায় স্বামী মতিয়ার বাড়িতে না থাকার সুযোগে স্ত্রী বিউটি তার ব্যবহৃত কাপড় চোপড় স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে গৃহবধূর ভাই ফরহাদ হোসেন এর সাথে স্বামীগৃহ থেকে পালিয়ে যায়, যাওয়ার সময় ছোট মেয়ে মাইমুনা সুলতানা (7) কে  নিয়ে যায়। ভুক্তভোগী মতিয়ার বলেন, আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করার হুমকি দিচ্ছে ভুক্তভোগী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here