মোশারফ করিমের পর এবার চার চরিত্রে চঞ্চল চৌধুরী

0
445

বিনোদন ডেস্ক : চঞ্চল চৌধুরী মানেই অন্যরকম কিছু। ‘মনপুরা’, ‘আয়নাবাজি’ আর ‘দেবী’ সিনেমাগুলোতে অভিনয়ের পর তাকে নিয়ে দর্শকদের মাঝে কৌতূহলের শেষ নেই। তারই ধারাবাহিকতায় ‘ডার্করুম’ নামের একটি ওয়েব ফিল্মে হাজির হচ্ছেন জনপ্রিয় এই অভিনেতা। যেখানে তাকে চার চারটি চরিত্রে দেখা যাবে। এটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। এখানে চার রকমভাবে দেখা গেলেও চঞ্চল মূলত দৈনিক পত্রিকার ইলাস্ট্রেটর চরিত্রে অভিনয় করেছেন। তার এই চরিত্রটি বেশ রহস্যে ঘেরা। লকডাউনের আগে এবং পরে অনেকটা গোপনে এর শুটিং সারেন চঞ্চল।

জানা গেছে, ডিসেম্বরে সিনেম্যাটিক নামে নতুন একটি প্ল্যাটফরমে এটি মুক্তি পাবে। এই ওয়েব সিরিজে চঞ্চলের চরিত্র ও গল্প নিয়ে পরিচালক দোদুল বলেন, ‘ডার্করুম’ একবারেই মনস্তাত্ত্বিক থ্রিলার চলচ্চিত্র। এতে চার রকমভাবে উপস্থাপন করা হবে চঞ্চলকে। একেকটা সময়ে একেকভাবে দেখা যাবে। একটা ম্যাজিক আছে পুরো গল্পে ও চঞ্চলের চরিত্রকে ঘিরে। এতটুকু বলতে পারি চঞ্চলকে নতুনভাবে পাচ্ছেন দর্শকরা। এর বেশি বলতে চাই না। তাহলে দর্শকদের আগ্রহের জায়গাটা নষ্ট হয়ে যাবে। ‘ডার্করুম’ এ চঞ্চল ছাড়াও অভিনয় করেছেন তারিন জাহান ও আজমেরী হক বাঁধন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here