বাঘারপাড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচন সকল জল্পনা কল্পনার অবসান চেয়ারম্যান পদে আ’লীগের দলীয় মনোনয়ন পেলেন সাথী

0
369

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন প্রয়াত চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলের সহধর্মীনি ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ভিক্টোরিয়া পারভিন সাথী। শুক্রবার সন্ধ্যায় আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড নৌকা প্রতিকে একক প্রার্থী হিসাবে তাকে চুড়ান্ত মনোনয়ন দেন। নির্বাচিত চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় চেয়ারম্যান পদটি শূন্য ঘোষনা করেন নির্বাচন কমিশন। সূত্র মতে, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ শূণ্য হওয়ার পর থেকে আ’লীগের দলীয় মনোনয়ন পেতে স্থানীয় নেতারা ব্যস্ত হয়ে পড়েন। ১১ জন নেতা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন। তারা হলেন, উপজেলা আওমীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, রায়পুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুর রউফ মোল্যা, উপজেলা আওমীলীগের সাবেক সহ-সভাপতি আবু বক্কর শিকদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের আহ্বায়ক রাজিব রায়, যশোর জেলা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী, জহুরপুর ইউপি চেয়ারম্যান দীন মোহাম্মদ দিলু পাটোয়ারী, প্রয়াত উপজেলা চেয়ারম্যানের স্ত্রী ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ভিক্টোরিয়া পারভীন সাথী, উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক রাকিব হাসান শাওন ও মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুম রেজা খান। অন্যদিকে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শামসুর রহমানকে জাতীয়তাবাদী দল (বিএনপি) দলীয় মনোনয়ন চুড়ান্ত করেছে বলে জানা গেছে। উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর পদটি শূন্য হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ নভেস্বর। প্রত্যাহার ২৩ নভেম্বরের মধ্যে। আর প্রতিক বরাদ্ধ ২৪ নভেম্বর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here