কলারোয়ায় সাংবাদিক পুত্র সোহেলের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

0
298

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় সাংবাদিক পুত্র সোহেল রানার তৃতীয় মৃত্যুবার্ষিকী ২৯ নভেম্বর, রোববার। সোহেল রানা উপজেলার চেড়াঘাট নিবাসী এবং কলারোয়া প্রেসকাবের কোষাধ্য ও দৈনিক যশোর’র কলারোয়া প্রতিনিধি এমএ সাজেদের একমাত্র পুত্র। ২০১৭ সালের ২৯ নভেম্বর সন্ধ্যায় ঢাকা হার্ট ফাউন্ডেশনে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন সোহেল রানা (২২)। সাংবাদিক এমএ সাজেদ তাঁর সন্তানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের দোয়া কামনা করেছেন। তিনি জানান, শুক্রবার চেড়াঘাট গ্রামের জামে মসজিদে জুম্মা নামাজ শেষে প্রয়াত সোহেল রানার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া রোববার মৃত্যুবার্ষিকীর দিনে নিজ বাড়িতে স্বল্প পরিসরে কাঙালি ভোজের ব্যবস্থা করা হয়েছে বলে জানান সাংবাদিক এমএ সাজেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here