বাঘারপাড়া উপজেলা উপনির্বাচন নৌকার পক্ষে কেন্দ্রীয় যুবলীগ নেতা রানার গণসংযোগ ও পথসভা

0
325

খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে নৌকা প্রতিকের পক্ষে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য আব্দুল্লাহ রানা গণসংযোগ ও পথসভা করেছেন। মঙ্গলবার (০৮ ডিসেম্বর) বিকেলে ৩টায় তিনি উপজেলার মাঝিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন নির্বাচনে জহুরপুর ইউনিয়নে নৌকার প্রধান সমন্বয়ক মোজাহার হোসেন ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিএম শাহজালাল। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ, নাছির উদ্দীন, আবুল কালাম, ইউপি সদস্য জিকরুল হোসেন, সাবেক ইউপি সদস্য ইন্তাজুল ইসলাম ও শফি উদ্দীন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদ মোল্যা, ছাত্রলীগের সভাপতি বিএম আল-আমিন প্রমুখ। এদিকে, বিকেল ৪টা থেকে রাত ৭টা পর্যন্ত জহুরপুর, বেতালপাড়া ও উপজেলার সীমান্তবর্তী চতুরবাড়ীয়া বাজারে পৃথক তিনটি নির্বাচনী পথসভায় যোগ দেন আব্দুল্লাহ রানা। সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি আওয়ামী লীগ সরকারের দেশব্যাপী উন্নয়নের বিভিন্ন রুপরেখা তুলে ধরেন। সভা শেষে বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও বিভিন্ন শ্রেণীর ভোটারদের মাঝে নৌকার প্রতিক সম্বলিত লিফলেট বিতরণ করে ভোট চান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here