আশাশুনিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

0
279

প্রভাষক শাহাদাৎ হোসেন টিটল, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এতিমদের জন্য প্রশিক্ষন কেন্দ্র মিলনায়তনে মানুষের জন্য ফাউন্ডেশন ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহযোগীতায় ও উদীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। উদীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার প্রোগ্রাম কোর্ডিনেটর চায়না রানী দাশের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক জয়ন্তী রানী দাশ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসিম বরণ চক্রবর্তী, বুধহাটা ইউপি’র প্যানেল চেয়ারম্যান শফিউল ইসলাম খোকন, আশাশুনি প্রেসকাবের সভাপতি জিএম আল-ফারুক, সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান ও এসএম আহসান হাবিব, সাংবাদিক মইনুল ইসলাম, জগদিশ চন্দ্র মন্ডল প্রমূখ। আলোচনা সভায় সংস্থার ও প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন সূচনা প্রোগ্রামের ফিল্ড অর্গানাইজার মার্ক সরকার। আলোচনাপূর্ব সংস্থার উপকার ভোগীদের অংশগ্রহনে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে দিবসটি উদযাপনে একটি র‌্যালী বের হয়ে বাজারের প্রধান সড়ক হয়ে আলোচনাস্থলে শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here