সাতক্ষীরার দেবহাটায় ট্রাক্টর চাপায় নিহত-০১

0
382

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতীরার দেবহাটায় ইটভাটা থেকে ইট ক্রয় করে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের চাপায় আব্দুর রাজ্জাক মোজাম (৫৫) নামের এক লেপ-তোষকের কারিগর নিহত হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে দেবহাটার উপজেলার পুষ্পকটির বিসমিল্লাহ ব্রিকসের সামনে এ ঘটনাটি ঘটে। নিহত মোজাম সাতীরা সদর উপজেলার দণি আলিপুর গ্রামের মৃত আজিজুল কারিগরের ছেলে। প্রত্যদর্শীরা জানান, নিজ বাড়িতে নির্মান কাজের জন্য সকালে ইট ক্রয় করতে দেবহাটা উপজেলার পুষ্পকাটি বিসমিল্লাহ ভাটায় যান মোজাম। ইট ক্রয় করে ফেরার পথে সাইকেল নিয়ে ভাটার সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। এমন সময় দুটি ট্রাক্টর একে অপরের সাইড দিতে গিয়ে একটির পিছনের চাকায় তিনি পিষ্ট হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাতীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষনা করেন। এদিকে, এ ঘটনার পর ট্রাক্টর ফেলে চালক নাজিম হোসেন পালিয়ে যান বলে জানা গেছে। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here