দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিষয়ে গোলযোগ, আহত-১,

0
400

আবুল হাসান-দেবহাটা সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীলা জেলার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের সেকেন্দ্রা গ্রামের জমি জমা সংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত ১ জন। দেবহাটা থানায় অভিযোগ দায়ের। মোছাঃ জেসমিন খাতুন দেবহাটা থানায় উপস্থিত হইয়া লিখিত অভিযোগ দায়ের করেন। গতকাল ১৯ মার্চ, শুক্রবার, বেলা ১২টায় উত্তর পারুলিয়া গ্রামের সেকেন্দ্রা গ্রামের মৃত মাহবুবুর হোসেন এর পুত্র মোঃ সবুজ হোসেন (২২) সোহাগ হোসেন (২৪) ও একই গ্রামের খদিজা খাতুন, পিতা তমিজউদ্দীন গাজী জমিজমা সংক্রান্ত ঘটনা নিয়ে আমার চাচাতো ভাই নজরুল ইসলামকে আক্রমন করে এবং অপর চাচাতো ভাই কামরুল ইসলাম ঠেকাইতে গেলে উল্লেখিত আসামীগন লাঠি, রড় নিয়ে কামরুলের উপর চড়াও হয় এবং সংর্ঘবদ্ধভাবে আক্রমন করে। তার মাথায় রড দিয়ে আঘাত করে। ফলে তার মাথা ফেটে রত্তাক্ত জখম হয়। তাকে উদ্ধার করে তাৎক্ষনিক সখিপুর সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here