দেবহাটার পারুলিয়ায় খলিশাখালীতে ভুমিহীনদের মানববন্ধন

0
409

দেবহাটা (সাতীরা) প্রতিনিধি ঃ সাতীরা জেলার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের খলিশাখালী এলাকার মৃত্যু আবু- বক্কারের পুত্র সাইফুল ইসলাম এর মুদি দোকানের সামনে থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক পুর্ব দণি করে শতশত নারী ও পুরুষেরা তাদের সন্তানাদিদের কে নিয়ে কুড়ি ঘর বেধে সুক সান্তীতে বসবাস করার লে সামান্য হলেও সরকারি খাসজমির পাওয়ার আশায় মানব বন্ধন করেছে। গতকাল সকাল সাড়ে ৭ টার দিকে মানব বন্ধনটি হয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, প্রধান মুন্ত্রী শেখ হাসিনা দেশ রত্ন স্লোগান দেওয়া হয় । প্রধান মুন্ত্রীর সুস্বাস্থ্যের কামনা করে,তারা ভুমিহীন,সরকারি খাস জমির দাবীতে অংশগ্রহণ করে এই মানব বন্ধন করেছে। মানব বন্ধনের পরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন শতশত নারী ও পুরুষেরা। সরকারি খাসজমি বন্দোবস্তের দাবীতে এই মানব বন্ধর করেন।আদায় পরিপূর্ণ হবে এমন বিশ্বাস করে জনপদে সন্তানদের কে নিয়ে অবস্থান করছে । জনপদের মধ্যে যে কোন মুহূর্তে রক্তাক্ত য়ে সংঘর্ষ ঘটতে পারে।সচেতন মহলের পে গরীব ও অসহায় মানুষের পাশে থেকে তাদের সুখের জন্য সরকারি সাহায্য ও সহায়তার দাবী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here