শার্শার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি আর নেই

0
362

শহিদুল ইসলাম: যশোরের শার্শার কায়বার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি আর নেই (ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৭৪) বছর। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাগআঁচড়া কলেজ পট্রিতে অবস্থিত নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছয় ছেলে ও চার কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার সকাল ৯ টায় বাগআঁচড়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেয়া হয়।পরে প্রথম জানাজা ও গ্রামের বাড়ী ভবানিপুরে দ্বিতীয় জানাজা নামাজ শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু,শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল, শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব সালেহ আহমেদ মিন্টু,শার্শা উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদের সাবেক সদস্য অধ্য ইব্রাহিম খলিল,বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াস কবির বকুল,কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাব হোসেন,কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here