স্পোর্টস ডেস্ক
একটা সময় জিম্বাবুয়ে বাংলাদেশের থেকে এগিয়ে ছিল। কিন্তু সময়ের পরিক্রমায় সেই জিম্বাবুয়ের চেয়ে পরিসংখ্যানে যোজন যোজন এগিয়ে গেছে বাংলাদেশ। এখনকার বাংলাদেশের সামনে জিম্বাবুয়ে বলতে গেলে ছোট দল। খেলার আগেই বলে দেওয়া যায়, হেসেখেলে জিতবে টাইগাররা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে জিম্বাবুয়ে এখনো শক্তিশালী দল। তার মতে, টেস্টে বাংলাদেশ যেমন খেলছে, তাতে হারতে পারে জিম্বাবুয়ের কাছেও।
বিসিবি সভাপতি বলেন, ‘আমরা গণমাধ্যমে কয়েকদিন ধরে যা দেখছি, মনে হচ্ছে জিম্বাবুয়ের সঙ্গে খেলার আগেই জিতে গেছি। ভারত এবং পাকিস্তানের বিপক্ষে ম্যাচে আমরা যা দেখলাম, জিম্বাবুয়ের বিপক্ষে জিতব এমনটা মনে করে বসে থাকার উপায় নেই।’
জিম্বাবুয়ে বাংলাদেশ থেকে এগিয়ে আছে। তাই তাদের হালকা ভাবে নেওয়া যাবে না বলে মনে করেন পাপন। তিনি আরও বলেন, ‘জিম্বাবুয়ে জিম্বাবুয়ের জায়গায় আছে, আমরা আমাদের আগের জায়গায় নেই। ওদিক থেকে চিন্তা করলে জিম্বাবুয়ে আমাদের চেয়ে এগিয়ে আছে। বিশেষ করে টেস্টে তারা ভালো করছে।’
পাপন বলেন, ‘দেশের মাটিতে সবচেয়ে খারাপ পারফরম্যান্স কোনটা জিজ্ঞেস করলে আমি বলব আফগানিস্তানের কাছে টেস্ট হার। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আফগানিস্তানের সাথেই যদি হেরে যাই, তাহলে তো জিম্বাবুয়ের সাথেই হারতে পারি।’