নাসির আহমেদ,দশমিনা (পটুয়াখালী) : পটুয়াখালীর দশমিনা উপজেলার সদর ইউনিয়নের ৭ শত কর্মহীন পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়। গত শনিবার সকালে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এই ত্রান সামগ্রী বিতরন করা হয়। ত্রান বিতরনকালে উপস্থিত ছিলেন দশমিনা ও বাউফল উপজেলার ত্রান মনিটারিং এর দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা উপ ভূমি সংস্কার কমিশনার বরিশাল বিভাগ তরফদার মোঃ আক্তার জামিল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আজিজ মিয়া , উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এ্যাড. ইকবাল মাহামুদ লিটন, জেলা পরিষদ সদস্য জাকির হোসেন ভুট্রু প্রমুখ।
ত্রান সামগ্রী বিতরন শেষে তরফদার মোঃ আক্তার জামীল বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় মাননীয় প্রধারমন্ত্রী শেখ হাসিনা দুস্থ,অসহায়,কর্মহীন মানুষের জন্য যে ত্রানের ব্যবস্থা করেছে তা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন কোন প্রকার দূর্নীতির আশ্রয় নেয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আপনারা শতভাগ দায়িত্ব পালন করার চেস্টা করবেন। উপজেলার প্রতিটি ইউনিয়ানে পর্যাক্রমে ত্রান সামগ্রী বিতরন করা হবে।