নড়াইল জেলা প্রতিনিধি ঃ নড়াইলের পল্লীতে বিপদেপড়া কৃষকদের পাশে দাঁড়িয়েছে উপজেলা ছাত্রলীগ। করোনার পাদুর্ভাবের পর থেকেই নড়াইলের লোহাগড়ায় কৃষি শ্রমিক কমেছে। বেড়েছে শ্রমিকের দাম। তাই বিপদেপড়া কৃষকদের পাশে দাঁড়িয়েছে লোহাগড়া উপজেলা ছাত্রলীগ। ছাত্রলীগের নেতা-কর্মীরা মাঠে গিয়ে স্বেচ্ছায় কৃষকের ধান কেটে দিচ্ছে। বুধবার(২৯ এপ্রিল) সকালে নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ও লোহাগড়া উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রাশেদের নেতৃত্বে ২৫ জন ছাত্র লীগ নেতা-কর্মী দোয়া মল্লিকপুর গ্রামের অসহায় এক কৃষকের ধান কেটে মহতি এ কার্যক্রম শুরু করেন।
দায়া মল্লিকপুর গ্রামের কৃষক জাহাঙ্গীর শেখ ও মিলন বলেন, করোনার পাদুর্ভাবের পর থেকেই ধানকাটা শ্রমিকের সংকট পড়েছে। মাঠভরা পাঁকা ধান। শ্রমিক পাওয়া গেলেও কৃষাণ মূল্য অনেক বেশি। এতটাকা দিয়ে ধান কাটানোও সম্ভব নয়। তাই ছাত্রলীগকে জানিয়েছিলাম। ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের প্রায় এক একর জমির ধান বিনাপয়সায় কেটে দিয়ে গেছে। আমরা অনেক উপকৃত হয়েছি। লাহাগড়া উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রাশেদ বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে কৃষক অর্থসংকটে রয়েছে। ধানকাটা শ্রমিকের যেমন অভাব, তেমনি শ্রমিকের মূল্যও বেশি। যে সব কৃষক আমাদের কাছে সহযোগিতা চাচ্ছে আমরা সেসব কৃষকদের ধান কেটে দিয়ে সহযোগিতা করছি। নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক লোহাগড়া পৌর মেয়র প্রার্থী মোঃ শরিফুল ইসলাম কৃষকের পাশে থাকতে আমাদের অনুপ্রেরণা দিচ্ছেন। ছাত্রলীগ নেতা সজীব মুছল্লি, শাহিন শেখ, সজীব শেখ, মারুফ গাজী, সিজান লিমন, মোহাম্মদ আলী, অনিক, রিদয়, ইমু, সাদিকুল সহ প্রায় ২৫জন ছাত্রলীগ নেতা ধানকাটায় অংশ নেন।