এহসানুল হোসেন তাইফুর : কেশবপুরে ডাক্তার, স্বাস্থ্য কর্মীর পর এবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সেবিকার (নার্স) শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর এ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হলো। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীসহ ৮ ব্যক্তির নমুনা সংগ্রহ করে সোমবার (৪ মে) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়। মঙ্গলবার ওই রিপোর্টে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন সেবিকার (নার্স) শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর আগেও স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, স্বাস্থ্য কর্মীসহ আরো ৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়। এ নিয়ে উপজেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত বেড়ে দাঁড়াল ১২ জনে। কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন বলেন, গত সোমবার (৪ মে) স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স ও কর্মচারীসহ ৮ ব্যক্তির নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়। মঙ্গলবার ওই রিপোর্টে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন সেবিকার (নার্স) শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ১২ জন আক্রান্ত হলো। এর মধ্যে ৮ জনই কমপ্লেক্সের ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মীসহ বিভিন্ন পদে কর্মরত। আক্রান্তদের হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়াও আজ স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার কর্মকর্তা ও কর্মচারীসহ অন্যান্য ৮ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে।