সাতীরায় সরাসরি কৃষকের কাছ থেকে সবজি কিনলো সেনাবাহিনী

0
477

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতীরায় অনুকূল আবহাওয়ায় এবার প্রচুর সবজি উৎপাদন হলেও করোনার কারনে সবজি নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। কৃষকের এমন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। কৃষকদের আর্থিক তি লাঘব করতে সরাসরি মাঠ থেকে সবজি কিনছেন যশোর সেনানিবাস। মঙ্গলবার সকালে তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের কয়েকজন কৃষকের কাছ থেকে তারা প্রায় ৫মণ সবজি ক্রয় করেন। কৃষকদের এই দুঃসময়ে এভাবে পাশে দাঁড়ানোয় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।
যশোর ক্যান্টনমেন্ট ৫৫ পদাতিক ডিভিশনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার সাইদুর রহমান জানান, যশোরে সেনানিবাসের জন্য প্রচুর পরিমাণ সবজির চাহিদা রয়েছে। সরাসরি কৃষকদের কাছ থেকে সবজি কিনে সেই চাহিদা মেটানো হচ্ছে। এভাবে বিভিন্ন এলাকা থেকে এক মাস সবজি কেনার পরিকল্পনা রয়েছে তাদের। তিনি আরও জানান, কৃষকরা যাতে ন্যায্য দাম বঞ্চিত হয়ে আর্থিক তির সম্মুখীন না হন মূলত সেই জন্যই সেনাবাহিনীর এই উদ্যোগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here