স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া(যশোর) : বাঘারপাড়ার করিমপুর বন্ধুকল্যান ও পেশাজীবী সমিতির উদ্দ্যোগে বাঘারপাড়ায় দুস্থদের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে বাঘারপাড়ার করিমপুর প্রাথমিক বিদ্যালয় বাজারে করিমপুর গ্রামের গরীব-অসহায় ৫০ পরিবারের মাঝে এ ত্রান বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল চাল, ডাল, আলু ও সাবান।
এ ত্রান বিতরণের বিতরণের সময় সমিতির পে উপস্থিত ছিলেন, ব্যাংকার বাদশা আলমগীর, জিল্লুর রহমান, মোরশেদ হোসেন, মঈনউদ্দীন খাঁন, বুলবুল আহম্মেদ প্রমুখ।