কেশবপুর থানা বিএনপির সাবেক সভাপতি প্রায়ত আবু বকর আবুর পরিবারকে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান

0
426

উদয় শংকর সিংহ, কেশবপুর (যশোর) ব্যুরো : যশোরের কেশবপুর থানা বিএনপির সাবেক সভাপতি, যশোর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কেশবপুরের মজিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রায়ত আবু বকর আবুর পরিবারকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত আর্থিক সহায়তা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার বিকালে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত আর্থিক সহায়তা তাঁর পরিবারের হাতে তুলে দেন কেশবপুর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর মশিয়ার রহমান, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর পলাশ ও যশোর জেলা ছাত্রদলের সাবেক সহ-দপ্তর সম্পাদক ফারুক খান। এসময় কেশবপুর থানা বিএনপি ও যশোর জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আবু বকর আবু গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশায় ঢাকাতে অবস্থানকালে নিখোঁজ হন। পরবর্তীতে ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। বর্তমানে আবু বকর আবু হত্যা মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here