(নড়াইল জেলা) প্রতিনিধিঃ নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার আহবানে সাড়া দিয়ে করোনা ভাইরাস সংক্রামণ মোকাবেলায় কর্মহীন পড়া শ্রমজীবি ও কর্মজীবিদের পাশে খাদ্য সহায়তা নিয়ে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের পাশে এসে দাড়ালো “ দি সিটি ব্যাংক লিঃ। আজ বেলা ১২ টায় নড়াইল শহরের মহিষখোলায় শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিক হাসপাতাল চত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে সিটি ব্যাংকের দেয়া ১ হাজার মানুষের মাঝে মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন ত্রানের প্যাকেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি তরিকুল ইসলাম অনিক, কোষাধ্যক্ষ মীর্জা নজরুল ইসলাম,ফাউন্ডেশন কর্মকর্তা এম এম কামরুল আলম, রাজু ইরাফিল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শহীদুল্লাহ হলের ভিপি হোসাইন আহম্মেদ সোহান, জিল্লুর রহমান, ফারুক আহম্মেদ প্রমুখ।
ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি তরিকুল ইসলাম অনিক বলেন, নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার আহবানে সাড়া দিয়ে সিটি ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান আজিজ আল কায়সার,ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন এগিয়ে এসে দ্বিতীয় ধাপে আবারো ১ হাজার প্যাকেট দিয়েছেন।এজন্য নড়াইল এক্সপ্রেস পাউন্ডেশন ও নড়াইল বাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। তিনি আরো বলেন তৃতীয় ধাপে ও সহযোগিতা করতে পারেন বলে ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন।