কেশবপুরে ধান নিয়ে বাড়ি ফেরার পথে কৃষকের মৃত্যু

0
456

এহসানুল হোসেন তাইফুর : কেশবপুরে ক্ষেতের কাটা পাকা ধান কাঁধে করে নিয়ে বাড়ি ফেরার পথে পড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার বড়েঙ্গা গ্রামে।
এলাকাবাসী জানায়, উপজেলার বড়েঙ্গা গ্রামের মৃত বাহের আলী সরদারের ছেলে কৃষক মোসলেম উদ্দিন সরদার (৫৫) ক্ষেতের কাটা পাকা ধান কাঁধে করে নিয়ে বাড়ি ফেরার সময় পড়ে মারা যান। কৃষক মোসলেম উদ্দিন সরদারের ছেলে আলমঙ্গীর হোসেন বলেন, তিনিও তার বাবার সঙ্গে মাঠ থেকে ধান নিয়ে এসে বাড়ির পাশে পালা দিচ্ছিলেন ওই সময় বাঁকে করে কাঁধে ধান আনার সময় পথে পড়ে মারা যান। ধান নিয়ে ফেরার পথে পড়ে কৃষক মারা যাওয়ায় তার পরিবারের সদস্যদের ভেতর আহাজারি শুরু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here