বাঘারপাড়ায় দোহাকুলা ও রায়পুরে শাওনের খাদ্যসামগ্রী প্রদান

0
455

খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক রাকিব হাসান শাওন করোনা সংকটে থাকা শতাধিক ঘরবন্দি কর্মহীন মানুষের মাঝে শনিবার খাদ্য সহায়তা প্রদান করেছেন। এদিন দুপুরে উপজেলার দোহাকুলা ইউনিয়নে ঘুরে ঘুরে এ খাদ্য সহায়তা প্রদান করেন তিনি। এর আগে শুক্রবার রাতে খাজুরা এলাকার রায়পুর ইউনিয়নে ৮০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় স্থানীয় আওয়ামীলীগ নেতা কোহিনুর রহমান, ডাক্তার হালিমসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক রাকিব হাসান শাওন প্রতিদিই কোন না কোন ক্ষুধার্থ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন খাদ্যসামগ্রী। দিন-রাত চলছে তার এ কর্মযজ্ঞ। ফোন কলের মাধ্যমেও অসহায় মানুষের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন। ইতিমধ্যে উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় তিন হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন তিনি। গত ৪ এপ্রিল বাঘারপাড়া উপজেলায় করোনা সংকটে থাকা ঘরবন্দি কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদানের কাজ শুরু করেন শাওন। তার এ কর্মকান্ড অব্যাহত বলে জানিয়েছেন। সামাজিক দূরত্ব বজায় রেখে শনিবার দোহাকুলায় খাদ্যসামগ্রী বিতরণকালে শাওনের সাথে ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বিশ্বাস, সাবেক ইউপি সদস্য ফিরোজ হাসান ভূট্রো, ছাত্রলীগ নেতা মীর জাফর মিঠু, তামিম হোসেন প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here