ALIVE এর উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রম

0
481

কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : SPAANDANB (USA) এর অর্থায়নে ALIVE এর বাস্তবায়নে অদ্য 12/05/2020 ইং তারিখে করোনা ভাইরাসে মহামারীর প্রভাবে কর্মহীন ২০০টি অসচ্ছল পরিবারের মাঝে জরুরী খাদ্য বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় উক্ত মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক জনাব সরোজ কুমার নাথ এর প্রতিনিধি এডিসি রেভিনিউ মো: সেলিম রেজা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ঝিনাইদহ পৌরসভার মেয়র ঝিনাইদহের মাটি মানুষের নেতা জনাব সাইদুল করিম মিন্টু ।
সভাপতিত্ব করেন ALIVE এর চেয়ারম্যান জনাব মোঃ মেহেদী মাসুদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here