হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়ন পরিষদে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১৩ মে) থেকে এ কার্যক্রম শুরু হয়। ২০২০ সালের জানুয়ারি থেকে জুন, ছয় মাসের ভাতার টাকা প্রায় ১ হাজার ৫০০ জন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা ভোগীদের মাঝে ঝাঁপা ইউনিয়ন ডিজিটাল সেন্টার ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখার মাধ্যমে এ টাকা প্রদান হবে।
বুধবার সকালে ভাতা প্রদানের কার্যক্রমের উদ্বোধন করেন ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক মন্টু।
এ সময় উপস্থিত ছিলেন- ইউনিয়ন পরিষদের সচিব এনামুল কবির, সমাজ সেবা অফিসার আইয়ুব হোসেন, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা তোহামী ইসলাম সোহাগসহ স্থানীয় গম্যমান্য ব্যক্তিবর্গ।