মোঃ হাচিবুর রহমান কালিয়া ( নড়াইল) প্রতিনিধি : নড়াইল জেলার কালিয়া উপজেলায় চলতি বোরো মৌসুমে কৃষকদের নিকট থেকে সরাসরি ধান ক্রয়ের জন্য উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১৭মে) বেলা ১১ টায় কালিয়া খাদ্য গুদামে এ উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়। লটারীর উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে ৬টি ইউনিয়নে উন্মুক্ত ও বাকি সব ইউনিয়নে কৃষকদের নিকট থেকে উন্মুক্ত লটারীর মাধ্যমে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের জন্য কৃষক নির্বাচন কার্যক্রমের উদ্বোধন করেন কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু কৃষ্ণপদ ঘোষ। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত লটারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশিক খান, উপজেলা কৃষি কর্মকর্তা সুবীর কুমার বিশ্বাস, উপজেলা খাদ্য কর্মকর্তা পলাশ চন্দ্র মূখার্জী,কালিয়া খাদ্য গুদামের ভারপাপ্ত কর্মকর্তা বিল্পব কুমার বিশ্বাস প্রমূখ । এ বছর কালিয়া উপজেলায় মোট ৪ হাজার ৬শ ৩৪জন কৃষকের নিকট থেকে প্রতিজন ৪শত ৮০কেজি হিসেবে ২হাজার ৮শ ১৩ মেট্রিক টন বোরোধান সংগ্রহ করা হবে ।