যশোর প্রতিনিধি: যশোর শহরের চেকপোস্ট মোড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নুর ইসলাম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৭ মে) সকাল ৯টার দিকে এঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত নূর ইসলাম যশোর সদর উপজেলার মন্ডলগাতি গ্রামের আব্দুস ছালামের ছেলে এবং ল্যাব এইড হাসপাতালের ফার্মেসিতে চাকুরি কেরন।
নিহতের চাচা জীবন খান বলেন, রোববার সকালে নূর ইসলাম অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হয়। চাঁচড়া মোড় পার হওয়ার সময় মোজাহার কোম্পানির ড্রাম ট্রাকে তাকে পিষ্ট করে। ঘটনাস্থল তার মৃত্যু হয়। পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। কোতয়ালি থানার ওসি (অপারেশর) শেখ আবু হেনা মিলন, সড়কের কাজে নিয়োজিত মোজাহার এন্টারপ্রাইজের ট্রাক বেপরোয়া গতিতে এসে নূর ইসলামের চাপা দেয়। এসময় পুলিশ ও সাধারণ জনতা ট্রাক আটক করতে পারলে চালক পালিয়ে যায়। নিহতের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হসপিটালের মর্গে পাঠানো হয়েছে।