ঝাঁপা ইউনিয়নের অসহায়দের মাঝে সমাজ সেবক শিপন সরদারের ঈদ উপহার বিতরণ

0
467

হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, মনিরামপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য, তরুন উদীয়মান নেতা মো. শিপন সরদার তার নিজস্ব অর্থায়নে ঝাঁপা ইউনিয়নের অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
শনিবার (১৬ মে) রাজগঞ্জ ভূমি অফিস কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে ও সোমবার (১৮ মে) নিজ বাসভবনে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের অসহায় মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় মো. শিপন সরদার বলেন- করোনা ভাইরাস ঠেকাতে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সবাই নিজ ঘরে অবস্থান করুন। অপ্রয়োজনে কাথাও বের হবেন না।
তিনি আরো বলেন- করোনা ভাইরাস একটি প্রাণঘাতি রোগ। এ রোগের বিস্তার রোধকল্পে সামাজিক দূরত্ব বজায় রাখা জরুরী। করোনা ভাইরাস মোকাবেলায় সর্বস্তরের জন-সাধারণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। খাদ্য সামগ্রী বিতরণকালে অতিথি হিসেবে ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মাষ্টার খোরশেদ আলম, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কওছার আহমেদ, প্রবীন আওয়ামীলীগ নেতা সরদার আলাউদ্দিনসহ স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here