কেশবপুরে জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে ৬ শত পরিবারের মাঝে ৩ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান

0
433

উদয় শংকর সিংহ, কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥ জাগরণী চক্র ফাউন্ডেশন কেশবপুর এরিয়া অফিসের আওতায় করোনা ভাইরাস (কেভিড-১৯) মহামারিতে ৬ টি শাখার মাধ্যমে দরিদ্র ও নিন্ম আয়ের ৬ শত পরিবারের মাঝে ৩ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। জাগরণী চক্র ফাউন্ডেশনের এলাকা ব্যাবস্থাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও শাখা ব্যাবস্থাপক উজির আলীর সঞ্চালনায় মঙ্গলবার সকালে কেশবপুর শাখা অফিসে আর্থিক সহায়তা বিতরণ করেন উপজেলা সহকারী প্রোগ্রামার আব্দুস সামাদ ও কেশবপুর উপজেলা প্রেসকাবের সভাপতি এস আর সাঈদ। অপরদিকে সাতবাড়িয়া শাখা অফিসে শাখা ব্যাবস্থাপক আব্দুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে আর্থিক সহায়তা বিতরণ করেন ত্রিমোহিনী ইউপি চেয়ারমান আনিসুর রহমান। বক্তব্য রাখেন এলাকা ব্যাবস্থাপক জয়নাল আবেদীন ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনিসুর রহমান। এছাড়াও চুকনগর শাখা অফিসে শাখা ব্যাবস্থাপক ফারুক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে আর্থিক সহায়তা বিতরণ করেন আটলিয়া ইউপি চেয়ারমান প্রতাপ রায়। বক্তব্য রাখেন এলাকা ব্যাবস্থাপক জয়নাল আবেদীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here