নড়াইলে ঘূর্ণিঝড় আম্পানের তান্ডবে সাংবাদিকের বাড়ী সহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

0
438

(নড়াইল জেলা) প্রতিনিধি : নড়াইলে ঘূর্ণিঝড় আম্পানের তান্ডবে কয়েক হাজার কাঁচা ও আধা পাকা ঘরবাড়ি, সাংবাদিক হাফিজুল নিলুর বাধা ঘাট এলাকায় বাড়ীর বিপুল পরিমাণ ক্ষয় ক্ষতি হয়েছে যা না দেখলে বুজা জাবেনা। এদিকে গাছপালা, বোরা ধান, শাক-সবজি, উঠতি আম ও লিচুর ব্যাপক ক্ষ*য়ক্ষ*তি সাধিত হয়েছে। তবে কোন হতা-হতের খবর পাওয়া যায়নি। জেলার অধিকাংশ এলাকায় ঝড়ে বৈদ্যতিক খুঁটি ও তার পড়ে যাওয়ায় বিদ্যুৎ ব্যবস্থা ভে*ঙ্গে পড়েছে। নড়াইল শহরে টানা ২২ ঘন্টা বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ ছিল। জানা গেছে, বুধবার (২০মে) সন্ধ্যার দিকে ঘুর্ণিঝড় আম্পান নড়াইলে আ*ঘাত হানে এবং রাত ২টার দিকে এর গতি কমতে থাকে। এর মধ্যে নড়াইল-যশোর সড়ক, নড়াইল-কালিয়া এবং নড়াইল-লোহাগড়া সড়কসহ বিভিন্ন সড়কে গাছপালা উপড়ে পড়ে সাময়িকভাবে যাতায়াত ব্যবস্থা ব্যাহত হয়। আম্পানের তা*ণ্ডবে কয়েক হাজার কাঁচা, আধা পাকা ঘরবাড়ি উপ*ড়ে পড়ে।
কয়েক হাজার ফলজ ও বনজ গাছ উপ*ড়ে পড়ে এবং গাছের ডাল ভেঙ্গে পড়ে। অনেক কৃষক বোরা ধান কা*টতে না পারায় এসব জমির ধান মাটির সাথে মিশে গেছে এবং অনেক কৃষক জমির ধান কা*টলেও জমি থেকে ফসল ঘরে আনতে পারেননি। অধিকাংশ গাছেরই উ*ঠতি আম ও লিচু ঝ*ড়ে প*ড়ে গেছে। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত শহরে বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ ছিল। তবে এখনও জেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ রয়েছে। ক্ষয়ক্ষতির ব্যপারে জেলা প্রশাসক আনজুমান আরার সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে নেটওয়ার্কের কারণে যোগাযোগ সম্ভব হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here