ঝিনাইদহে প্রথম মুখে মাক্স না থাকায় ভ্রাম্যমান আদালতের ১২০০ টাকা জরিমানা

0
475

কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : মুখে মাক্স না থাকায় ঝিনাইদহ ভ্রাম্যমান আদালতে ১২০০ টাকা জরিমানা গুনতে হলো ঝিনাইদহ পৌর এলাকার পবহাটি গ্রামের শেখ কাজীর ছেলে শেখ কামালকে।
শেখ কামাল মুখে মাক্স না পরে শহরে বাহির হয়েছিল। হঠাৎ ভ্রাম্যমান আদালতের সামনে পড়লে কামালকে ১৫ (খ) ধারা মোতাবেক এই জরিমানা করা হয়।
মামলা নং ঝিনাইদহ এম,এস – ৮৬/২০২০ তারিখ ০২/০৬/২০২০। প্রসিকিউটর রাষ্ট্র। দোষী ব্যাক্তির নাম শেখ কামাল, পিতা ঃ শেখ কাজী আজিম হোসেন। গ্রাম পবহাটি, থানা+ জেলা ঝিনাইদহ। সে একজন মৎস্য ব্যবসায়ী বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here