জমি জায়গা নিয়ে আদালতে মামলা করায় হামলা মারপিট ও টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা ধৃত-১

0
445

স্টাফ রিপোর্টার : জমি জায়গা নিয়ে প্রতিবেশী সন্ত্রাসীদের নামে আদালতে মামলা করায় মামলা তুলে নেওয়ার এক পর্যায় সন্ত্রাসীদের হামলায় মারপিট জখমের শিকার হয়ে নগদ ৬০ হাজার টাকা খুইয়েছে এক যুবক। ঘটনাটি ২জুন সকালে যশোর সদর উপজেলার সাতমাইল বাজারের আবুল খায়ের এর মুদী দোকানের সামনে। এ ঘটনায় ৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এজাহার নামীয় ৩ নং আসামী রবিউল ইসলামকে ধরে আদালতে সোপর্দ করেছে। আসামীরা হচ্ছে, সদর উপজেলার নওদাগ্রাম মোল্যাপাড়ার মৃত আব্দুল বারীর ছেলে আবুল হোসেন,আবুল হোসেনের ছেলে শিহাব হোসেন ও শহর আলীর ছেলে রবিউল ইসলামসহ অজ্ঞাতনামা ৩/৪জন। সদর উপজেলার নওদাগ্রামের মৃত আব্দুল বারীর ছেলে আবুল খায়ের বাদি হয়ে মঙ্গলবার ২ জুন বিকেলে কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন,আসামীদের সাথে জমি জায়গা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। আসামীদের বিরুদ্ধে গত বছরে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং ৯৫২/১৯। উক্ত মামলা হওয়ার পর আসামীরা মামলা তুলে নেওয়ার জন্য চাপ প্রয়োগসহ হুমকী ধামকী পূর্ব পরিকল্পনা করতে থাকে। এরই ধারা বাহিকতায় মঙ্গলবার ২ জুন সকালে আসামীরা হাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাতমাইল বাজারে আবুল খায়ের মুদী দোকানের সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আবুল খায়েরের ছেলে সোহেল (৩০) প্রতিবাদ জানালে আসামীরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে পকেটে থাকা নগদ ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here