সাবেক এমপি অধ্যক্ষ আবু সাঈদের কবর জিয়ারত এবং শোকাহত পরিবারের পাশে চৌগাছা বিএনপির নেতৃবৃন্দ

0
422

এম হাসান মাহমুদ চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছা উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলামের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল সাবেক এমপি মরহুম আবু সাঈদ মোঃ শাহাদৎ হুসাইনের মাজার জিয়ারত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে নেতৃবৃন্দ ঝিকরগাছা উপজেলার বাকড়া ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের পারিবারিক কবর স্থানে চিরনিদ্রায় শায়িত সাবেক এমপির কবর জিয়ারত করেন। এরপর তারা প্রায়াত নেতার বাড়িতে যান এবং শোকাহত পরিবারের সাথে কথা বলেন ও সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় পাতিবিলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, খাইরুল ইসলাম, কৃষকদলের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য ও চৌগাছা উপজেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম শফিক, যশোর জেলা যুবদলের সদস্য মনিরুজ্জামান মনির, যুবনেতা কামরুল ইসলাম, মনিরুল ইসলাম, রাজু আহমেদ, ইসমাইল হোসেন, শাহীনুর রহমান শাহিন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ওয়াসিম, ছাত্রনেতা মাজেদুল ইসলাম, মেহেদী হাসানসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিথ ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here