(নড়াইল জেলা) প্রতিনিধি : নড়াইলের সন্তান বীর মুক্তিযোদ্ধা ও (অবঃ) সহকারী পুলিশ কর্মকর্তা মোঃ ইলিয়াস ফকির ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন। তাঁর মৃ*ত্যুতে নড়াইলে শো*ক বিরাজ করছে। সকাল ১০টায় নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ইলিয়াস৷ ফকির। মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর পারিবারিক কব*রস্থানে দাফ*ন করা হয়। এসময় অসংখ্য মানুষ মরহুমের জানাজায় অংশগ্রহণ করেন। পিতার মৃত্যুর শোকে শো*কাহ*ত হয়ে স্ট্রো*ক করে হাসপাতালে অক্সিজেন সাপো*র্টে রয়েছেন মরহু*মের বড় ছেলে ইঞ্জি. খসরুল আলম পলাশ। ইলিয়াস ফকির কর্মজীবনে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক বি.পি.এম. পদক ও আরো একবার এই পুরস্কার সহ দুইবার রাষ্ট্রপতির পুলিশ পদক, আইজিপির পদক, বিভিন্ন সন্মান সূচক পদকপ্রাপ্ত হয়ে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সংখ্যক পুরস্কার প্রাপ্ত পুলিশ কর্মকর্তার খ্যাতি অর্জন করেন।
মোঃ ইলিয়াস ফকির নড়াইল সদর থানাধীন শাহাবাদ ইউনিয়নের ধোন্দা গ্রামের সন্তান। তিনি বাংলাদেশে সর্বচ্চ সংক্ষক জাতীয় পদক প্রাপ্ত পুলিশ কর্মকর্তা। ম*রহুমের বিদেহী আ*ত্মার মাগফেরাত কামনা ও শো*কাহ*ত পরিবারের সদস্যদের প্রতি সমবে*দনা জ্ঞাপন করেছেন নড়াইলবাসী।