নড়াইল জেলা অনলাইন মাধ্যমিক বিদ্যালয়ের উদ্বোধন

0
454

(নড়াইল জেলা) প্রতিনিধি : নড়াইল জেলা অনলাইন মাধ্যমিক বিদ্যালয়ের উদ্বোধন করা হযেছে। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোআম্মাদ জসিম উদ্দিন পিপিএম বার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড সুবাস চন্দ্র বোস, জেলা মাধ্যমিক অফিসার মোঃ সাইদুর রহমানসহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক বৃন্দ। অনলাইন মাধ্যমিক বিদ্যালয়ের উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, এখন থেকে প্রতিদিন নির্দিষ্ট সময়ে দুপুরে ও সন্ধার পর ২ বার করে ডিস লাইনের মাধ্যমে অনলাইন শিক্ষা কার্যক্রম সম্প্রচার করা হবে। এছাড়া নড়াইল জেলা অনলাইন মাধ্যমিক বিদ্যালয়েরর নামে ফেজবুক পেইজ ও ইউটিউবে অনুষ্ঠান আপলোড করা থাকবে। যখন খুশি ছাত্র-ছাত্রীরা এই অনলাইন ক্লাশ থেকে শিক্ষা গ্রহন করতে পারবে এবং উপকৃত হবে। প্রতিদিন নড়াইল জেলার কোন না কোন শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস অনলাইনে চালু থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here