চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় বিএনপি কর্মী অপহরণ অতঃপর হত্যার ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। মরহুমের ছেলে রকি আহমেদ বাদি হয়ে মামলা করেন। মামলার পর চৌগাছা থানা ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে দুই আসামীকে আটক করেছে বলে জানা গেছে। এদিকে শুক্রবার সন্ধ্যায় মরহুমের নামাজে জানাজা শেষে বেদনা বিধুর পরিবেশে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, বিএনপি কর্মী বিপুল হোসেন অপহরণ ও হত্যার ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা হয়েছে। মরহুমের ছেলে রকি আহমেদ বাদি হয়ে এই মামলাটি করেন। মামলা নং-১০,তারিখ-০৫-০৬-২০২০ ইং। মামলা হওয়ার পর ওই রাতেই ডিবি ও চৌগাছা থানা পুলিশ ব্যাপক অভিযান পরিচালনা করেন। অভিযানে মামলার এজাহারভুক্ত ২ আসামীকে আটক হয়েছে বলে জানা গেছে। তবে আসামী আটকের বিষয়টি পুলিশ পরিস্কার করে কিছু বলেননি। মামলার তদন্তের স্বার্থে গোপন রাখা হয়েছে। এদিকে ময়না তদন্ত শেষে শুক্রবার সন্ধ্যায় বিপুল হোসেনের মরাদেহ তার গ্রামের বাড়ি উপজেলার বড় কাঁকুড়িয়া গ্রামে পৌছালে সেখানে এক হৃদয় বিদারক পরিস্থিতর সৃষ্টি হয়। নিহতের স্বজনসহ এলাকাবাসি কান্নায় ভেঙ্গে পড়েন। এদিন বাদ মাগরিব নামাজে জানাজা শেষে পারিবাারক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। উল্লেখ্য, গত বুধবার সকালে অপরহরনের শিকার হয় বিএনপি কর্মী বিপুল হোসেন (৪০)। অপহরনের দুই দিন পর শুক্রবার সকালে চৌগাছা-ধুলিয়ানী সড়কের মুলিখালী নামক স্থান থেকে পুলিশ তার বস্তাবন্দি লাশ উদ্দার করেন।