নড়াইলে ডিস ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে ৫০হাজার টাকা ছিনতাই

0
402

নড়াইল জেলা প্রতিনিধি :নড়াইলে পল্লীতে ডিস ব্যবসায়ীকে পি*টিয়ে ও কু*পিয়ে ৫০হাজার টাকা ছিনতাই করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসি ওই ব্যবসায়ীকে উদ্ধার করে নড়াইলের লোহাগড়া হাসপাতালে ভর্তি করেছে। গত বৃহস্পতিবার বিকালে এ হামলার ঘটনা ঘটে। এলাকাবাসি ও এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে মেহেদী হাসান ডিস লাইনের ব্যবসা করেন। গত বৃহস্পতিবার বিকালে মেহেদী মোটরসাইকেল যোগে পার্শ্ববর্তী কামালপ্রতাপ ও ঝিকড়া এলাকা থেকে আদায়কৃত ৫০ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ভাটগাতি গ্রামের তে-মাথা নামক স্থানে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্ত গিলাতলা গ্রামের গোলাম কাজী, ইমারত কাজী, ভাটগাতি গ্রামের মাহাবুর মল্লিক, আশিক মল্লিক ও ওবায়দুর মল্লিক মেহেদীর গতীপথ রো*ধ করে ধারালো অস্ত্র দিয়ে কু*পিয়ে গু*রত*র আহত করে ৫০হাজার টাকা ছিনিয়ে নেয়।
মুমূর্ষ অবস্থায় এলাকাবাসি তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আহতের পিতা রিয়াজুল ইসলাম বাদী হয়ে ৫জনকে আ*সামী করে শুক্রবার বিকালে লোহাগড়া থানায় মামলা করেন। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে, ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here