বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকা থেকে ৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ বেনাপোলের ডাক্তার শেখ সেলিম (সাংবাদিক পরিচয়দানকারী) (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড(বিজিবি)’র সদস্যরা।
আটককৃত সাংবাদিক পরিচয়দানকারী মাদক ব্যবসায়ী শেখ সেলিম বেনাপোল পৌরসভাধীন পাঠবাড়ি গ্রামের মৃত শেখ শাহজান এর ছেলে শেখ সেলিম (৫০)।
শনিবার (৬ই জুন) সকালে পুটখালী সীমান্ত দিয়ে বেনাপোলে আসার পথে বিজিবি মাদক ব্যবসায়ী সেলিম এর মোটরসাইকেল ও শরীর তল্লাশী করে ৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাকে আটক করে।