মহেশপুরে আরো একজন করোনা ভাইরাসে আক্রান্ত

0
402

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ ঝিনাইদহের মহেশপুরে আরো একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এনিয়ে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ জনে। নতুন করে আক্রান্ত ব্যক্তির বাড়ি উপজেলার বাথানগাছি গ্রামে। তিনি এখন নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন আছেন। মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমানার বেগম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, শরীরে করোনা উপসর্গ থাকায় ওই ব্যক্তি সোমবার সকালে নিজেই হাসপাতালে এসে করোনা ভাইরাসের পরীার জন্য নমুনা সংগ্রহ করতে বলেন। এরপর তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে তা পরীার জন্য ওই দিনই যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। সেখানে পরীার পর মঙ্গলবার সকালে জানা যায় তিনি করোনা ভাইরাসে আক্রান্ত।
উল্লেখ্য ৯ জুন ঝিনাইদহ জেলায় ৪ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। এরমধ্যে মহেশপুরে একজন। মহেশপুরে ৪জন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির মধ্যে ২জন সুস্থ হয়েছেন এবং ২জন চিকিৎসাধীন রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here