মালেকুজ্জামান কাকা, যশোর : করোনার প্রাদুর্ভাবের কারণে দীর্ঘ ৬৯ দিন পর ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে অভ্যন্তরীণ ফাইট চলাচল শুরু হয়েছে। এবার যশোর বিমানবন্দরও খুলে দেয়া হলো। আজ ১১ জুন বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে যশোর রুটের ফাইট চলাচল।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপরে (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যশোর বিমান বন্দর স্বাস্থ্যবিধি অনুযায়ী ফাইট চলাচলের সব ব্যবস্থা নিশ্চিত করায় আমরা ফাইট চালুর সিদ্ধান্ত নিয়েছি। বৃহস্পতিবার থেকে ফাইট চালু করা হবে। ফাইট চালুর কথা শুনে বিমান যাত্রীরা হাফ ছেড়ে বেঁচেছেন। কেননা ব্যবসায়িরা যাত্রাপথে এতদিন নানা ভাবে নাকাল হচ্ছিল।